Friday, May 13, 2016

Brain cancer from mobile phone? Rumor is not true? Research is the key!

Health care smartsector



mobile ফোনে কথা বললেই মাথায় Cancer, tumors হয়। এমনটাই এতদিন ধারণা ছিল আমাদের। বৈজ্ঞানিকদের একাংশও বলে এসেছেন এমন কথা। কিন্তু এবার সমীক্ষায় নয়া তথ্য সামনে উঠে এল। জানা গেল, মাথায় ক্যানসার কিংবা টিউমারের জন্য কোনওভাবেই মোবাইল ফোন দায়ী নয়।

সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ৩০ বছর বয়সের ওপরে অনেকেই ব্রেন টিউমার বা ব্রেন ক্যানাসরের মতো রোগে আক্রান্ত হন। কিন্তু এর জন্য মোবাইল ফোন দায়ী নয়। এটা সম্পূ্র্ণ ভুল ধারণা। মোবাইল ফোন আবিষ্কারের আগে থেকেই আমাদের মধ্যে ব্রেন ক্যানসার দেখা দিয়েছিল। এক গবেষক এই প্রসঙ্গে বলেছেন, ‘মোবাইল ফোন থেকে এক ধরণের নন-আয়নিসিং রেডিয়েশন বের হয়। এই রেডিয়েশনের এনার্জি খুবই কম। এই রেডিয়েশন কোনওভাবেই আমাদের মস্তিষ্কের ক্ষতি করে না।’
 

No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...