Tuesday, June 28, 2016

Toothpastes end of the day!


Health care smartsector



অনলাইন ডেস্ক : টুথপেস্ট’র দিন বুঝি শেষ। আর মুখে পেস্ট ঘষে নোংরা ফেনা তোলার প্রয়োজন হবে না । এখন একটি নতুন পরিবেশবান্ধব পড তৈরি হয়েছে, যা মুখের ভেতরেই গলে যাবে, আর দাঁতসহ মুখের ভেতরটা করে দেবে পরিস্কার। আপনি পাবেন পুরো দাঁত মাজার স্বস্তি। যুক্তরাষ্ট্রের উদ্ভাবকরা এর নাম দিয়েছেন পপিটস। সফটজেল ধরনের এই পড মুখের ভেতর পাঁচ সেকেন্ডের মধ্যে গলে যায়। ফলে মুখে কোনও ফেনাও হয় না। মুখ থেকে কিছু ফেলতেও হয় না।

ঘর-গৃহস্থলীতে টুথপেস্ট একটি অতি প্রয়োজনীয় সামগ্রী। আর প্রতিমাসেই গারবেজ বক্সে একটি পেস্টের খালি টিউবতো ফেলতেই হয়। এই টিউবগুলো অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের তৈরি যা কোনওদিনই ক্ষয় হয় না। আর এতে যে কেমিক্যাল ব্যবহৃত হয় তা পরিবেশের জন্যও ক্ষতিকর।
কিন্তু পপিটস’র পডগুলো ফ্লোরাইড মুক্ত, আর প্রাকৃতিক উপাদানে ভরপুর। এতে নেই কোনও পশুর চর্বিও।
প্রতিটি পডে ক্লিসারিন, সরবিটল, পানি, সিলিকা জাইলিটল, ক্যালসিয়াম কার্বোনেট, পিপারমিন্ট রয়েছে। যা মুখের ভেতরে গলে গিয়ে পুরোই পরিষ্কার করে দেয়। তাহলে আর নয় উপর-নীচ আর ডানে বায়ে দাঁত ঘষা, আর মুখ ভর্তি ফেনা ফেলা। পপিটসের পড মুখে দিন। বন্ধ করে রাখুন। পাঁচ সেকেন্ডে দাঁত ঝকঝকে পরিস্কার।

No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...