তথ্যডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার: চার্জ দিতে একটু অসাবধান হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার সাধের স্মার্টফোন। ধরুন, সারাদিনের কাজ শেষে রাতে বেলা বাড়ি ফিরে দেখলেন ফোনের চার্জ একদম শেষ। তখন আর বিশেষ দরকার নেই বলে আর চার্জ দিলেন না।
ঘুমাতে যাওয়ার আগে চার্জে বসিয়ে বালিশের তলে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে তো পড়লেন কিন্তু ঘুম ভেঙে সকালে উঠে এবার যা দেখবেন ...বিস্তারিত
No comments:
Post a Comment