Tuesday, May 9, 2017

অসংখ্য রোগের জীবাণুর বাহক হলো তেলাপোকা!



তেলাপোকা অনেক রোগের বাহক। বিভিন্ন ধরনের পেটের পীড়া, আমাশয়, ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়া, টাইফয়েড, জন্ডিস, পলিওসহ আরও অসংখ্য রোগের জীবাণুর বাহক হলো তেলাপোকা!
তেলাপোকা উষ্ণ ও আর্দ্র পরিবেশে থাকতে বেশি পছন্দ করে। রান্নাঘরের বেসিনের নিচে, ময়লার বালতিতে, খাবার রাখার আলমারির (মিটসেফ) জিনিসের ফাঁকে ফাঁকে তেলাপোকা থাকতে পছন্দ করে বেশি। এ ছাড়া আরও থাকে বাথরুমের প্যানের গভীরে, বাসাবাড়ি থেকে বের হয়ে যাওয়া মলের বা ময়লার পানির পাইপে। থাকে যে কোনো অন্ধকার লুকোনো স্থানে। এসব জায়গা থেকে রাতের আঁধারে বের হয়ে আসে।
তেলাপোকা মূলত সর্বভুক। তবে কাবারের উচ্ছিষ্টের ময়লা আবর্জনা আর বাথরুমের ময়লাই এদের প্রিয় খাবার। এসব ময়লা আবর্জনা থেকে এদের গায়ে লেগে যায় বিভিন্ন ধরনের জীবাণু। পেটের ভেতরেও ঢুকে যায় অজস্র। তারপর যখন কোনো খাবারের ওপর বসে, তখন তেলাপোকার পা, পাখা, শরীর থেকে খাবারের লেগে যায় অসংখ্য জীবাণু। তা ছাড়া খাবারের ওপর ঘোরাফেরা করার সময় খাবার খাওয়ার পাশাপাশি খাবারের ওপর মলত্যাগ আর বমিও করে তেলাপোকা। তেলাপোকার এসব মল আর বমির মাধ্যমেও কাবারে মিশে যায় হাজারো জীবাণু। জীবাণুমিশ্রিত এসব দূষিত খাবার খেলেই হয় আমাদের বিভিন্ন ধরনের অসুখ। এ ছাড়া ঘরের ধুলাবালিতে মিশে থাকা তেলাপোকার শুকনো মল হতে পারে হাঁপানির কারণ।
পরিত্রাণের উপায় : রাতে খাবার টেবিলে যেন খাবারের উচ্ছিষ্ট না থাকে। পরদিন সকালে ধোয়ার আশায় বেসিনে যেন রাতভর এঁটো থালাবাসন না থাকে। তেলাপোকা লুকিয়ে থাকতে পারে, এমন জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের মেঝে ও বেসিন রাখতে হবে ঝকঝকে তকতকে। ময়লার বালতি ঢেকে রাখতে হবে এবং প্রতিদিন পরিষ্কার করতে হবে। রান্নাঘরের দা, বঁটি, কাটিং বোর্ড ধুয়েমুছে পরিষ্কার রাখতে হবে। মিটসেফ পরিস্কার করতে হবে প্রতি সপ্তাহে। বাথরুম রাখতে হবে পরিষ্কার। টেবিলের ড্রয়ার, খাটের বাক্স ইত্যাদি প্রতি সপ্তাহে নজরদারি করতে হবে। রাতে বাড়তি খাবার রাখতে হবে ফ্রিজে। বাইরে রাখলে অবশ্যই ঢেকে রাখতে হবে। বেশি উপদ্রব হলে তেলাপোকা মারার চক বা অন্য ওষুধ ব্যবহার করতে হবে মাঝে মধ্যে।
লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিসিন বিভাগ
কমিউনিটি বেজড মেডিক্যাল
কলেজ, ময়মনসিংহ

No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...