Thursday, December 3, 2015

Which is the right time for dinner?


                            
অনেকেই মাঝ রাতে ডিনার করেন। তবে ডাক্তাররা বলছেন,
 রাতের খাবারটা সূর্য ডোবার পরপরই সেরে ফেলা উত্তম।
 কিন্তু কেন?
 আসুন জেনে নিই আগেভাগে ডিনারের কয়েকটি সুফল।
১) সারা দিনের শেষে ডিনারটাই মূলত শেষ খাওয়া। 
যদি সন্ধাবেলাতেই
 ডিনার সেরে নেন, সেক্ষেত্রে হজমের জন্য যথেষ্ঠ সময় পাওয়া যায়। আর ওই খাবার 
শরীরে শক্তি তৈরি করে কিন্তু মেদ জমায় না। দেরি করে ডিনার করলে তা হজম না হয়ে শুধু শরীরের
 ওজনই বাড়াবে, ভাল কিছু করবে না।
২) সাধারণত দেখা যায় ,...বিস্তারিত

No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...