Friday, October 28, 2016

প্রথম জিকা রোগীর সন্ধান "মিয়ানমারে"



মিয়ানমারে প্রথমবারের মত এক গর্ভবতী বিদেশি নারীর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।  রাষ্ট্র চালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক খবরে শুক্রবার বলা হয়েছে, গতকাল ডাক্তারি পরীক্ষার পর কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে ৩২ বছর বয়সী ওই বিদেশি নারী জিকা ভাইরাসে আক্রান্ত। তিনি দেশের বৃহত্তম নগরী ইয়াঙ্গুনে ছিলেন।
 
স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, এর মধ্য দিয়ে এই প্রথম বারের মত জিকা রোগীর সন্ধান পাওয়া গেল। তবে ওই নারী পর্যটক কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
জিকা রোগের উপসর্গ হল-প্রচন্ড জ্বর, চোখ লাল হওয়া ও ফুসকুড়ি ওঠা। গর্ভবতী নারীরা জিকায় আক্রান্ত হলে শিশুর মাথা ছোট ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। মশা এ রোগের জীবাণু বহন করে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র এক প্রতিবেদনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জিকার সম্ভাব্য বিস্তারের ব্যাপারে সতর্কবাণী করেছে।
 
এতে বলা হয়েছে, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোতে এ রোগ ব্যাপকভারে বিস্তারের সম্ভাবনা রয়েছে। 

No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...