Thursday, October 15, 2015

চুলের সৌন্দর্য বর্ধনে ঘরোয়া শ্যাম্পু!


*রীঠার শ্যাম্পু : 
রাতে রীঠার খোসা টুকরো-টুকরো
করে পানিতে ভিজিয়ে দিতে হবে।
অনুপাত হবে ১ ভাগ রীঠার খোসার
সঙ্গে ৪০ ভাগ পানি। সকাল ঐ পানি
কচলে নিয়ে বা ফুটিয়ে নিয়ে মাথা
ধুলে চুল ঘন এবং লম্বা হয়। রীঠা
দেওয়ার আগে চুল একটু গরম পানিতে
ধুয়ে নিলে ভালো হয়। প্রথমে রীঠার
জল খানিকটা নিয়ে ৫-১০ মিনিট
চুলে দিয়ে ঘষে নিতে হবে। তারপর
ধুয়ে ফেলতে হবে। পরে আবার
অর্ধেকটা দিয়ে আগের মতো
ম্যাসেজ করে ধুয়ে ফেলতে হবে।


No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...