Friday, November 20, 2015

ব্যাচেলর রান্না

অবিবাহিত ছেলেমেয়েরা অনেকেই পড়াশোনা বা চাকরির সুবাদে একা থাকেন। সব সময় রান্না করতে ইচ্ছে করে না। অনেকে তো রান্নার কথা শুনলেই চোখ কুঁচকান। তাঁদের জন্য সমাধান আছে এখানে। ঝটপট তৈরি করা যায়, এমন দুটি খাবারের রেসিপি দিয়েছেন ব্যাচেলর মডেল ও অভিনেতা কাজী আসিফ
হাতের কাছের উপকরণ দিয়েই আসিফের মতো ঝটপট বানাতে পারেন স্যান্ডউইচ। ছবি: সুমন ইউসুফ

চিজ স্যান্ডউইচচিজ স্যান্ডউইচ
উপকরণ
পাউরুটি ২ টুকরা, চিজ ১ লেয়ার, পাকা টমেটো অর্ধেক, শসা ৪ স্লাইস, ডিম ১টা, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি (ডিম ভাজতে)।
প্রণালি
কড়াইতে তেল দিয়ে লবণসহ ফেটানো ডিমটা ছেড়ে দিন। পাতলা করে ভেজে তুলে নিন। এবার পাউরুটির চারপাশ থেকে কালো অংশটা ফেলে দিন। ১ টুকরা পাউরুটির ওপরে ভাজা ডিমটা বিছিয়ে দিন। এবার তিন টুকরা করে শসা ও টমেটো দিন। এই লেয়ারের ওপরে এক স্লাইস চিজ দিয়ে তারপর বাকি পাউরুটি দিয়ে ঢেকে দিন। এবার তিন কোনা করে মাঝের দিক থেকে কেটে নিন। ব্যস, তৈরি।


No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...