গবেষণার এই তথ্যটি দিয়েছেন চীনের সাউদার্ন মেডিক্যাল ইউনিভার্সিটির হূদরোগ বিশেষজ্ঞ এবং স্ট্যাডি অথার ড: ইউলি হুয়াং। ড: হুয়াং-এর মতে, সাধারণ রক্তচাপ বৃদ্ধি থেকেও স্ট্রোক উল্লেখযোগ্য রকমভাবে বাড়তে পারে।
ড: হুয়াং এর মতে হাইপারটেনশন বা প্রিহাইপারটেনশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইফ স্টাইল পরিবর্তন সবচেয়ে জরুরি। যেমন: লবণ কম খাওয়া, ওজন কমানো, এক্সারসাইজ করা এবং উচ্চ রক্তচাপ সব সময় স্বাভাবিক পর্যায়ে রাখা। এ ব্যাপারে ডেভিড জিফেন স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞ ড: গ্রেগ ফনারো মনে করেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করা যায়। তাই উচ্চ রক্তচাপ কোনভাবেই অবহেলা করা উচিত নয় বলে বিশেষজ্ঞগণ মনে করেন।
No comments:
Post a Comment