স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পাকিস্তানকে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলার জন্য পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে। পাকিস্তানকে ভারতের মাটিতে পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলার প্রস্তাব দেয়া হয়েছে বলে মঙ্গলবার 'ইন্ডিয়ান এক্সপ্রেস' তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছেন। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আমরা ক্রিকেটীয় সম্পর্ক অব্যাহত থাকুক সেটি চাই। রাজনীতি ক্রিকেটের পথে অন্তরায় হোক আমরা সেটি চাই না। আমরা বেশ কয়েকটি প্রস্তাব দিতে যাচ্ছি। এক, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-২০। দ্বিতীয় প্রস্তাব হলো, তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০। ওই শীর্ষকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আরো জানায়, সিরিজের সবগুলো ম্যাচ দেশের এমন ভেন্যুগুলোতে অনুষ্ঠিত হবে যেখানে রাজনৈতিক দলগুলো আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে আমরা নিশ্চিত হবো। এর আগে ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনার বিক্ষোভের মুখে বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনায় গত ২৯ অক্টোবর ভারতীয় বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুঃখ প্রকাশ করে। গত মাসের মাঝামাঝিতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর ও ও পিসিবি সভাপতি শাহরিয়ার খানের মধ্যকার আলোচনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন। যে কারণে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যকার আলোচনা ভেস্তে যায়। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই বন্ধ হয়ে আছে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। ২০১২ সালে ভারতে গিয়ে পাকিস্তান ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলে আসলেও এখনো পর্যন্ত দুই দল পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হয়নি। সমপ্রতি পাক-ভারত সিরিজ নিয়ে আশার আলো দেখা দিলেও দুই দেশের মধ্যকার বৈরী রাজনৈতিক পরিবেশ ও সীমান্ত উত্তেজনার কারণে তা এখনো বাস্তবে রূপ পায়নি।
Wednesday, November 11, 2015
পাকিস্তানকে ভারতে খেলার প্রস্তাব!
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পাকিস্তানকে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলার জন্য পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে। পাকিস্তানকে ভারতের মাটিতে পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলার প্রস্তাব দেয়া হয়েছে বলে মঙ্গলবার 'ইন্ডিয়ান এক্সপ্রেস' তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছেন। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আমরা ক্রিকেটীয় সম্পর্ক অব্যাহত থাকুক সেটি চাই। রাজনীতি ক্রিকেটের পথে অন্তরায় হোক আমরা সেটি চাই না। আমরা বেশ কয়েকটি প্রস্তাব দিতে যাচ্ছি। এক, পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-২০। দ্বিতীয় প্রস্তাব হলো, তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০। ওই শীর্ষকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আরো জানায়, সিরিজের সবগুলো ম্যাচ দেশের এমন ভেন্যুগুলোতে অনুষ্ঠিত হবে যেখানে রাজনৈতিক দলগুলো আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে আমরা নিশ্চিত হবো। এর আগে ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনার বিক্ষোভের মুখে বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার বৈঠক ভেস্তে যাওয়ার ঘটনায় গত ২৯ অক্টোবর ভারতীয় বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুঃখ প্রকাশ করে। গত মাসের মাঝামাঝিতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর ও ও পিসিবি সভাপতি শাহরিয়ার খানের মধ্যকার আলোচনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন। যে কারণে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যকার আলোচনা ভেস্তে যায়। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই বন্ধ হয়ে আছে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। ২০১২ সালে ভারতে গিয়ে পাকিস্তান ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলে আসলেও এখনো পর্যন্ত দুই দল পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হয়নি। সমপ্রতি পাক-ভারত সিরিজ নিয়ে আশার আলো দেখা দিলেও দুই দেশের মধ্যকার বৈরী রাজনৈতিক পরিবেশ ও সীমান্ত উত্তেজনার কারণে তা এখনো বাস্তবে রূপ পায়নি।
Subscribe to:
Post Comments (Atom)
কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা
তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...

-
অর্ধ জলজ লতা কলমি শাকের বৈজ্ঞানিক নাম ‘আইপোসিয়া অ্যাকোয়াটিক’। পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কলমির ব্যাপক চাষ হয়ে থাকে। পানি বা স্য...
-
অনেকেই মাঝ রাতে ডিনার করেন। তবে ডাক্তাররা বলছেন, রাতের খাবারটা সূর্য ডোবার পরপরই সেরে ফেলা উত্তম। কি...
No comments:
Post a Comment