Monday, November 23, 2015

বিশেষজ্ঞের উত্তর


ডা. একেএম মাহমুদুল হক (খায়ের)

ত্বক, যৌন ও কসমেটিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ০১৭১৯২১৯৪২৯

প্রশ্ন : আমার মাথায়, মুখে ও দেহে চুলকানি দেখা দিয়েছে। মাথায় ছোট ছোট ফুসকুড়ি হচ্ছে। মাথার চুলগুলো পড়েও যাচ্ছে।
-আ. রহীম, রাঙ্গামাটি, চট্টগ্রাম
উত্তর : আপনার রোগটি সেবোরিক ডারমাটাইটিস। এটি একটি কষ্টকর রোগ। চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আপাতত একটি খুশকি নিরোধ শ্যাম্পু ব্যবহার করুন। অ্যালার্জিক খাবারগুলো এড়িয়ে চলুন। একটি অ্যান্টিহিস্টামিন রাতে শোয়ার আগে খেয়ে নিন।
প্রশ্ন : আমার মুখে দাড়ি-গোঁফ এবং বুকে ও নাভীর নিচে অনেক অনেক কালো লোম দেখা দিয়েছে। এ অবাঞ্ছিত লোমগুলো আমাকে বেশ বিড়ম্বনায় ফেলছে।
-লীনা, শান্তিনগর, ঢাকা
উত্তর : আপনার সমস্যাটি একটি পুরুষালী সমস্যা। ইংরেজিতে একে বলা হয়, হারসুটিজম। অত্যাধুনিক লেজার এর মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই এ অবাঞ্ছিত লোমগুলো স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমার মুখে ছোট ছোট গর্ত হয়েছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। এর প্রতিকার চাই।
-লুবনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
উত্তর : ব্রণ থেকে মুখে গর্ত হতে পারে। আধুনিক কসমেটিক সার্জারি ‘মাইক্রোডারমাবরেশন’ আপনার মুখের গর্ত কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই নির্মূল করতে সক্ষম।
প্রশ্ন : বেশ কিছুদিন থেকে আমার দেহের ত্বক লাল হয়ে চাকা চাকা হয়ে চুলকানি হচ্ছে। চুলকানির ওষুধ খেয়ে কমছে না।
-রাফিনা বেগম, আজিমপুর, ঢাকা
উত্তর : আপনার রোগটির নাম এলার্জিক আরটিক্যারিয়া। এর কার্যকরী চিকিৎসা রয়েছে। 

No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...