Monday, November 23, 2015

আপনার প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর



আপনার প্রশ্ন বিশেষজ্ঞের উত্তরচর্মরোগবিষয়ক বাছাই প্রশ্নের উত্তর দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার




আমার বয়স ৩৪ বছর। উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি। ওজন ৬২ কেজি। সমস্যা হলো শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়। রাতে শোয়ার সময় মশারি ও অন্যান্য কাপড়ের সঙ্গে লেগে খুব অস্বস্তি হয়। এ অবস্থা থেকে রেহাই পেতে কী করব? 

 কুমিল্লা

এটি এক ধরনের সিজনাল বা ঋতুজনিত চর্মরোগ, যা সাধারণত বংশগত কারণের সঙ্গে পরিবেশগত কারণ যুক্ত হয়ে ঘটায়। পায়ের গোড়ালি ফাটার পরিমাণ বেশি হলে এটিকে ক্র্যাক সোল বলা হয়ে থাকে। এই ক্র্যাক সোলের জন্য প্রচলিত তেল যেমন-সরিষার তেল, নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

 এ ছাড়া লিকুইড প্যারাফিন, ভ্যাসলিন, ১০ শতাংশ ইউরিয়া অথবা ৫-২০ শতাংশ স্যালিসাইলিক এসিড ব্যবহার করতে পারেন। আশা করি, এগুলোর যেকোনোটি ব্যবহার করলে উপকৃত হবেন।

আমার বয়স ২৮ বছর। সমস্যা হলো শীতকাল এলেই ঠোঁট ফাটে, চামড়া ওঠে ও হাত ঘামতে থাকে। বিশেষ করে দুটো হাতের তালু প্রচুর পরিমাণে ঘামে। আমি জানতে চাই, এই হাতের তালু ঘামা কি কোনো রোগ বা এর কি চিকিৎসা আছে?

 চট্টগ্রাম

ঠোঁট ফাটা বা চামড়া ওঠা, শুষ্ক হওয়া এটা অনেক সময় রোগ না হয়ে একটি খুব সাধারণ উপসর্গ হিসেবে থাকতে পারে। কখনো কখনো হাত ঘামা অন্য রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। আবার কখনো কখনো এটি নিজেই একটি রোগ হিসেবে চিহ্নিত হতে পারে। যেমনÑপামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস। সাধারণভাবে অতিরিক্ত নার্ভাসনেস বা দুশ্চিন্তাজনিত কারণে এমনটি হতে পারে। আবার হাইপার থাইরয়ডিজমের কারণেও এটি দেখা দিতে পারে। অথবা অজানা কারণেও পামো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস হতে পারে। কম পরিমাণ ঘামলে কোনো চিকিৎসার প্রয়োজন নেই। বেশি ঘামলে স্থানীয়ভাবে (টপিক্যালি) ২০ শতাংশ এলোমিনিয়াম হাইড্রো-অক্সাইড সলিউশন ব্যবহার করা যায়। মুখে সেবনের ওষুধ হিসেবে প্রোপানলন ট্যাবলেট ১০ মি. গ্রা. প্রতিদিন দুবার করে সেবন করা যেতে পারে এবং এর কারণ অনুযায়ী অন্যান্য চিকিৎসাও দেওয়া যেতে পারে।

 আমার বয়স ৪১ বছর। কিছু দিন আগে আমার হাতে দানা দানা ঘামাছির মতো ওঠে। আমি মনে করেছিলাম এমনিতেই চলে যাবে কিন্তু দানাগুলো চুলকাতে চুলকাতে ঘায়ের মতো হয়ে যায়। এরপর দেখি আমার মেয়ে ও ছেলের হাতেও একই অবস্থা। কী করলে আমি এ থেকে মুক্তি পাব? 

 সাভার, ঢাকা 

যেহেতু পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে তাই এটি স্ক্যাবিস ইনফেকশন অথবা কন্ট্যাক্ট ডার্মাটাইসিস বা ডিফাইব্রোটিক অ্যাকজিমা হতে পারে। স্ক্যাবিসের ক্ষেত্রে পারমিথ্রিন মলম বা ক্রিম ব্যবহার করলে উপকার পাওয়া যায়। মুখে সেবনের ওষুধ হিসেবে অ্যান্টিহিস্টামিন যেমন, ফেক্সোফেনাড্রিন ১২০ মি. গ্রা. রোজ দুবার সেবন করা যেতে পারে।
 ক্লোবেটাজল অয়েন্টমেন্ট ব্যবহার করা যেতে পারে। যে কারণে এই রোগটি হচ্ছে তা বের করার চেষ্টা করুন এবং সেই কারণটি থেকে দূরে থাকার চেষ্টা করুর। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। 

আমার বয়স ২৬ বছর। শীত এলে আমার ঠোঁট ফাটে, ভ্যাসলিন দিলে জ্বলে, তা ব্যবহার করতে পারি না। হাতের আঙুলের উল্টা চামড়া ওঠে, আর শরীর খুব শুষ্ক হয়ে যায়। কী করব?

নরসিংদী 

আপনি বুঝতে পেরেছেন যে শরীর শুষ্ক হয়ে যায় বলে এই ফাটার সমস্যা তৈরি হয়। এর কারণ হলো বাতাসে শুষ্কতা হলে ঠোঁটের মিউকাস মেমব্রেন থেকে পানি চলে যায়। ঠোঁটে লিপজেল বা ক্রিম ব্যবহার করা যেতে পারে। ভ্যাসলিন বা তেলও ব্যবহার করতে পারেন। অতিরিক্ত ফাটার সমস্যা হলে স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক মলম একসঙ্গে ব্যবহার করার প্রয়োজন হতে পারে।

 এর পরও যদি সমস্যা থেকে যায়, তবে একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়ে চিকিৎসা নিন। 

No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...