মানব দেহে যত রকম যন্ত্রণাদায়ক রোগ আছে অর্শ্ব তার অন্যতম। সাধারণত যেসব মানুষের কোষ্ঠ-কাঠিন্য রোগের ব্যাপকতা থাকে অর্শ্ব তাদেরই বেশি দেখা দেয়। যাদের দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকতে হয় তারাও এ রোগে আক্রান্ত হতে পারেন। এ রোগের লক্ষণ ১. মলদ্বারে অস্বস্তি বোধ ২. মলদ্বারে সুচ ফোটানোর মতো ব্যথা। ৩. মলদ্বারে উত্তাপ বোধ ৪. মলদ্বার ফেটে যাওয়া ৫. মলদ্বার চুলকানো ৬. অর্শ্ব বা পাইলস হতে রক্ত ঝরা ৭. এ রোগ সাধারণত ঠা-ায় বা শীতাকালে বৃদ্ধি পায় ৮. ঘুম থেকে জাগলে বা ঘুম ভেঙ্গে গেলে এ রোগের উপস্বর্গগুলোর উৎপাত বেড়ে যায়। চিকিৎসা এ রোগ থেকে মুক্তি পেতে আঁশ যুক্ত খাবার যেমন- কচুর শাক, লাল শাকসহ যে কোন শাক নিয়মিত খাবেন। কোষ্ট-কাঠিন্য হতে পারে এমন খাবার যেমন- গরুর গোশত, হাঁসের গোশত, হাঁসের ডিম, চা, অতিরিক্ত মসল্লার তরকারি এড়িয়ে চলবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ইস্কুলাসহিপ ঔষধ রোগ নিরাময়ের জন্য অন্যতম। প্রাথমিক অবস্থায় হোমিও চিকিৎসায় এ রোগ সহজেই নিরাময়যোগ্য।
ডা. মো. শামসুল আলম
হোমিও ক্লিনিক
মোবাইল-01935509458
No comments:
Post a Comment